জাবিতে প্রশাসনিক নির্দেশ অমান্য করে তালা ভেঙে হলে ছাত্রীরা

জাবিতে প্রশাসনিক নির্দেশ অমান্য করে তালা ভেঙে হলে ছাত্রীরা

অনলাইন ডেস্ক

প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিলেও তা অমান্য করে বিক্ষোভ মিছিল শেষে আবারও হলের তালা ভেঙে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি মেয়েদের হলগুলো অতিক্রম করে বঙ্গমাতা হলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে তালা ভেঙে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রবেশ করেন ছাত্রীরা।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হলের মধ্যে ৯টিতে ঢুকে পড়লো শিক্ষার্থীরা। ৮টি ছাত্র হল ও ছাত্রীদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে রয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীদের আজ সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে গতকাল রবিবার রাতে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালে হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হল ছাড়ার অনুরোধ জানানো হয়।

তবে তা প্রত্যাখ্যান করে হলে অবস্থান করেন শিক্ষার্থীরা।


ইউনাটেড ৭৭৭ মডেলের সব বিমান চলাচল বন্ধ

উনকে নিজের প্লেনে করে বাড়ি পৌছেঁ দিতে চেয়েছিলেন ট্রাম্প

মিয়ানমারে নিহত তরুণীর শেষকৃত্যে হাজার হাজার মানুষ

কঙ্কালের গায়ে লেগে থাকা শার্ট দেখে লাশ সনাক্ত করলেন স্ত্রী


শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তের জেরে পাল্টা কর্মসূচি হিসেবে বেলা ১২টা হতে পরিবহন চত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপরই এই বিক্ষোভ করে হলের তালা ভাঙেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের হলত্যাগের অনুরোধ করছি। তারা হল ছাড়তে রাজি হয়নি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ’

news24bd.tv / নকিব