ধানুশের জগমে ঠান্ডিরাম মুক্তি পাবে ১৯০ দেশে

ধানুশের জগমে ঠান্ডিরাম মুক্তি পাবে ১৯০ দেশে

অনলাইন ডেস্ক

তামিল সুপারস্টার ধানুশের অন্যতম আলোচিত সিনেমা ‘জগমে ঠান্ডিরাম’ মুক্তি পেতে যাচ্ছে ১৯০ টি দেশের ২০৪ মিলিয়ন দর্শকের সামনে।

বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। এটি চলতি বছরের প্রথম তামিল সিনেমা, যেটি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। তবে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাচ্ছে, সে তথ্য জানায়নি স্ট্রিমিং জায়ান্টটি।


আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা

নাসির প্রেমিক না আমার বন্ধু : মডেল মিম

পুরুষ নিষিদ্ধ গ্রামেও যেভাবে গর্ভবতী হন নারীরা!

বউ যেন এদিক-ওদিক ভাইগা না যায় : নাসিরের সাবেক প্রেমিকা (ভিডিও)


এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালক কার্তিক সুব্বরাজ বলেছেন, সিনেমাটি আমার স্বপ্নের। আমার হৃদয়ের কাছাকাছি একটি চিত্রনাট্য। এমন একটি গল্প, যা বলা দরকার এবং বিশ্বজুড়ে দর্শকের শোনা দরকার। সিনেমাটি দর্শকের সঙ্গে কথা বলার একটি নতুন উপায় খুঁজে পাবে।

নেটফ্লিক্সে ১৯০টিরও বেশি দেশে এবং একসঙ্গে একাধিক ভাষায় ‘জগমে ঠান্ডিরাম’-এর প্রিমিয়ার হবে। এই চাতুর্যপূর্ণ বিশ্বে সিনেমাটি ভাগাভাগি করার জন্য আমি মুখিয়ে আছি।

রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ও ওয়াইএনওটি স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় ধানুশ ছাড়াও অভিনয় করেছেন ঐশ্বরিয়া লেক্ষ্মি, ‘গেম অব থ্রোনস’ অভিনেতা জেমস কসমো, জোজু জর্জ, কালাইয়ারসনসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণ।

৪০ কোটির রুপির এই সিনেমা এখন কেমন দর্শকের ভালোবাসা পায় সেটাই দেখার অপেক্ষা।

news24bd.tv/আলী