বিএনপি-জামায়াত রেল ব্যবস্থাকে ধ্বংস করেছে: রেলপথ মন্ত্রী

বিএনপি-জামায়াত রেল ব্যবস্থাকে ধ্বংস করেছে: রেলপথ মন্ত্রী

Other

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল, তখন রেলওয়ের ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করে রেলওয়ে ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তবে বতর্মান সরকারের আমলে রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে।

আজ দুপুরে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফরমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০১১ সালে বর্তমান সরকার রেলওয়েকে আলাদা মন্ত্রণালয় রুপান্তর করে রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

রেল এখন ঘুরে দাঁড়িয়েছে।


স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারির পর: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে

মৃত্যুর পর সেরা অভিনেতার পুরস্কার পেল সুশান্ত

স্নাতক পাসে ইস্টার্ন ব্যাংকে নিয়োগ


 

সুজন বলেন, প্রতিটি জেলাকে রেলওয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। আগামীতে পঞ্চগড় থেকে রেলের মাধ্যমে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যাওয়া যাবে। সরকার এখন রেলওয়ের বেহাত হয়ে যাওয়া সম্পদ উদ্ধার করছে।

রেলওয়ের কোনো জায়গা বেহাত হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন রেল পথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, নবনির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, উপজেলা চেয়ারম্যান অররুনাংশু দত্ত টিটো, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা এ্যাপোলোসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

news24bd.tv নাজিম