যুক্তরাজ্যে মুরগির মাংস খেয়ে মৃত ৫, অসুস্থ কয়েকশ

যুক্তরাজ্যে মুরগির মাংস খেয়ে মৃত ৫, অসুস্থ কয়েকশ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আমদানি করা মুরগির মাংস খেয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েকশ লোক।

আমদানি করা ‘দূষিত’ মাংসে থাকা ব্যাকটেরিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মেইল।

খবরে বলা হয়েছে, আমাদনি করা মুরগির মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া ছিল।

 সেই মাংস খেয়েছে অন্তত ৪৮০ জন। এদের মধ্যে এক-তৃতীয়াংশই এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন যে, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশই অনূর্ধ্ব ১৬ বছর বয়সী।


ভাইরাল পাকিস্তানি ‘স্ট্রবিরিয়ানি’

বন্দুকের গুলি উপেক্ষা করে চলছে বিক্ষোভ

জাবিতে প্রশাসনিক নির্দেশ অমান্য করে তালা ভেঙে হলে ছাত্রীরা

স্কুলের খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়ে বিপাকে মেয়র


ডেইলি মেইলের তথ্যমতে, ব্যাকটেরিয়াযুক্ত এসব মাংস পোল্যান্ড থেকে আমদানি করা হয়েছিল।

গত বছর থেকে ইউরোপের দেশগুলো প্রায় ১০০বার পোল্যান্ডের হিমায়িত মুরগির মাংস আমদানির বিষয়ে সতর্কতা দিয়েছে।

যুক্তরাজ্যের জনস্বাস্থ্য পর্যবেক্ষকরা জানিয়েছেন, ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি (এফএসএ) এসএফসির মুরগির মাংসজাত দু’টি পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে।

news24bd.tv / নকিব