দলকে শুভকামনা জানিয়ে ঢাকা ছাড়লেন সাকিব

দলকে শুভকামনা জানিয়ে ঢাকা ছাড়লেন সাকিব

অনলাইন ডেস্ক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় ঢাকা ত্যাগ করেন তিনি।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে সাকিবের সঙ্গে কথা বলেন কয়েকজন সাংবাদিক।

কোনোভাবেই বলতে চাইলেন না দেশে ফেরার সম্ভাব্য সময়ের কথা। ফেরার তারিখ জানতে চাইলে সাকিব শুধু বলেন, ‘দেখা যাক। ’

সাকিব ও শিশির ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন। ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি।

২০২০ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্ম নেয় ইরাম।

সাকিব এবার যুক্তরাষ্ট্রে গেছেন মা শিরিন আক্তারকে সঙ্গে নিয়ে। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠার আগে দেশের ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে বলে যান, ‘খেলতে পারলে ভালো লাগতো। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা। ’

সাকিব বোর্ড থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তাই তাকে নিউজিল্যান্ড সফরে দেখা যাবে না।

এরপর শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে থাকবেন না আইপিএল খেলার জন্য। বোর্ড এ ব্যাপারে তাকে ছাড়পত্র দেয়ার কথা জানিয়েছে।


স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারির পর: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে

মৃত্যুর পর সেরা অভিনেতার পুরস্কার পেল সুশান্ত

স্নাতক পাসে ইস্টার্ন ব্যাংকে নিয়োগ


বিসিবি বলছে, ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময় দেশের হয়ে টেস্ট খেলতে ইচ্ছুক নন বাংলাদেশের অলরাউন্ডার। টেস্ট সিরিজ থেকে ছুটি চাওয়ার পর অনেক আলোচনা করে তার ছুটি মঞ্জুর করা হয়েছে।

news24bd.tv নাজিম