পাঞ্জাবে টিকা না নিয়ে আক্রান্ত হলে ছুটিও পাবেন না

পাঞ্জাবে টিকা না নিয়ে আক্রান্ত হলে ছুটিও পাবেন না

অনলাইন ডেস্ক

ভারতের পাঞ্জাব সরকার ঘোষণা দিয়েছে স্বাস্থ্যসেবার সাথে জড়িত যারা করোনার টিকা গ্রহণ করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ওইসব ব্যক্তি করোনায় আক্রান্ত হলে চিকিৎসার খরচ পাবেন না। আইসোলেশেন কিংবা কোয়ারেন্টাইনেরও ছুটিও দেওয়া হবে না তাদের। রোববার এক বিবৃতিতে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু এ কথা জানান।


ভাইরাল পাকিস্তানি ‘স্ট্রবিরিয়ানি’

যুক্তরাজ্য মুরগির মাংস খেয়ে মৃত ৫, অসুস্থ কয়েকশ

জাবিতে প্রশাসনিক নির্দেশ অমান্য করে তালা ভেঙে হলে ছাত্রীরা

স্কুলের খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়ে বিপাকে মেয়র


বলবীর বলেন, বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও যেসব স্বাস্থ্যকর্মী করোনার টিকা গ্রহণ করছেন না, তাদের কেউ যদি আক্রান্ত হন, তবে তাদের নিজের চিকিৎসার খরচ নিজেকেই বহন করতে হবে। আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনের ছুটিও তারা পাবেন না।
সম্প্রতি পাঞ্জাবে করোনার সংক্রমণ বেড়েছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, ২০ ফেব্রুয়ারি নতুন করে রাজ্যে এই ভাইরাসে আরও ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত বেড়ে হয়েছে ৩ হাজার।

news24bd.tv / নকিব