প্রচারণায় বাধা-হুমকির অভিযোগে মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রচারণায় বাধা-হুমকির অভিযোগে মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

Other

জামালপুরে নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী।  

সোমবার দুপুরে শহরের সর্দারপাড়া এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পৌর মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন লিখিত বক্তব্য পাঠ করেন, এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বক্তব্য রাখেন।  


দলকে শুভকামনা জানিয়ে ঢাকা ছাড়লেন সাকিব

সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

মানুষ ভোট দিচ্ছে না, মানতে একেবারেই রাজি না আমি: সিইসি

সাকিব ৩ বছর আগেই টেস্ট খেলতে চায়নি : পাপন


এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মী সমর্থকরা বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা, প্রচারণা মাইক ও মোটরসাইকেল ভাঙচুর, কর্মী সমর্থকদের হুমকি প্রদান করছে।

এসব বিষয়ে বার বার অভিযোগ করলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি উল্টো আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লংঘন করলেও সে ব্যাপারে প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।  

news24bd.tv নাজিম