শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বাস্থ্যঝুঁকি কথাটি হাস্যকর: নুর

শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বাস্থ্যঝুঁকি কথাটি হাস্যকর: নুর

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একবছর ধরে বন্ধ। এটা কোনোভাবেই মানা যায় না। মহামারী করোনায় ইউরোপ-আমেরিকা সবচেয়ে বেশি বিপর্যস্ত ছিলো। তাদের ওখানেও এমনটি হয়নি।

এতদিন বন্ধ রাখার কোনো যুক্তিকতা নেই।  

আজ রাত ৮টায় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে- হল খোলার দাবি ও বাস্তবতা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

নুর বলেন, নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে, সভা সমাবেশ সবই হচ্ছে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

  শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বাস্থ্যঝুঁকি কথাটি হাস্যকর।

প্রসঙ্গত, আগামী ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে আর আবাসিক হল ১৭ মে খুলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

news24bd.tv নাজিম