আর আমার প্রেমে পড়েছিলো দুইজন, একজন কলাম্বিয়ান…

আর আমার প্রেমে পড়েছিলো দুইজন, একজন কলাম্বিয়ান…

Other

আমেরিকার আর সব সব বাদ দেন, এইখানের কালচারাল ডাইভারসিটিটা খুব ভালো লাগে।

তিন মাসেই আমি কত রকম রঙ দেখলাম। ম্যানহাটনে কাজ করেছি ওইখানে আমার কলিগ ছিল ত্রিনিদাদ এন্ড টোব্যাগোর নাগরিক আর ৯৯ পারসেন্ট কাস্টোমার ছিল সাদা।

এখন একটা পিজা স্টোরের দুইটা ব্রাঞ্চে কাজ করি যার একটাতে আমার কলিগ পাক ভারতের আর কাস্টোমার সব গায়ানিজ আর কালো অন্যটাতে প্রায় সবই স্প্যানিস।

আর ট্র্যাভেল এজেন্সিতে সাদা কালো ভারত পাকিস্তান, হিরোশিমা নাগাসাকি এমনকি সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলেরও দুই একজন পাওয়া যাবে খুঁজলে।

কালকে একজন ফোন দিয়ে বলে

- বোহিনী, হাম আপকে এজেন্সি সে ফ্লাইট বুক কিয়া থা। উসি বারে মে কুচ বাত কারনি হ্যায়।

আমি অবাক, আমারে বোহিনী ডাকে ক্যান? ভুল যায়গায় ফোন দিসে নাকি?


ভাইরাল পাকিস্তানি ‘স্ট্রবিরিয়ানি’

যুক্তরাজ্য মুরগির মাংস খেয়ে মৃত ৫, অসুস্থ কয়েকশ

জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূতসহ নিহত তিন

স্কুলের খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়ে বিপাকে মেয়র


পরে কথা বলতে বলতে বুঝলাম সে নেপালি, আর নেপালি ভাষায় বোহিনী মানে বোন।

কিউট লাগসে বিষয়টা অনেক।

আর আমার প্রেমে দুইজন পড়ছিলো আসলে। একজন কলাম্বিয়ান একজন পোর্টু রিকোর নাগরিক।

কিয়েক্টাযেঅবস্থানা........

রাখী নাহিদ, নিউইয়র্ক (ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv / নকিব