রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান।

সূত্র জানায়, সারা দেশের করোনা পরিস্থির কথা বিবেচনা করে সরকার আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সকল প্রকার পরীক্ষা স্থগিত করেছে।

আরও পড়ুন: 


রাকিবকে নাসিরের ফোন, তামিমা হ্যাপি থাকুক আপনি কি চান না?(অভিও)

১৭ বছরের কিশোরীর পেটে ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা

বিরলের ‘বিরল খবর’, বরের বয়স ১০৭, কনে ৯২

পুলিশের চোখে মরিচের গুড়া ছিটিয়ে স্বামীকে ছিনিয়ে নিলেন স্ত্রী


পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সকল প্রকার পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান।

জনসংযোগ প্রশাসন অধ্যাপক আজিজুর রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা বন্ধ থাকবে।

news24bd.tv তৌহিদ