বাবার সাথে দ্বন্দ্বে ১ ইউরোতে পৈত্রিক সম্পত্তি বিক্রি

বাবার সাথে দ্বন্দ্বে ১ ইউরোতে পৈত্রিক সম্পত্তি বিক্রি

অনলাইন ডেস্ক

ভাগ্য যে যেকোন সময় ঘুরে যেতে পারে তা বোঝা যায় জার্মানির এই ঘটনা দেখলে। এক দুর্গ নিয়ে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই মধ্যে ছেলে সেই দুর্গ সরকারের কাছে বিক্রি করে দিয়েছে মাত্র ১ ইউরোর বিনিময়ে।

এই পিতা-পুত্রের নাম যথাক্রমে আর্নস্ট অগাস্ট সিনিয়র ও আর্নস্ট অগাস্ট জুনিয়র।

সিনিয়রের দাবি মাত্র ১ ইউরোর বিনিময়ে তার ছেলে বিকিয়ে দিয়েছেন তার পৈত্রিক সূত্রে পাওয়া মারিয়ানবার্গ দুর্গ। তার অনুপস্থিতিতে এবং তার অনুমতি ছাড়া তার ছেলে এটা করতে পারেন না।

news24bd.tv

বর্তমানে তিনি অস্ট্রিয়ায় বসবাস করছেন। তার মতে ওই দুর্গে শুধুমাত্র চিত্রকর্ম ও অ্যান্টিক জাতীয় জিনিসই রয়েছে প্রায় ৫ মিলিয়ন ইউরো।

তিনি এখন তার দুর্গ ফেরত চাইছেন।


ভাইরাল পাকিস্তানি ‘স্ট্রবিরিয়ানি’

যুক্তরাজ্য মুরগির মাংস খেয়ে মৃত ৫, অসুস্থ কয়েকশ

জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূতসহ নিহত তিন

স্কুলের খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়ে বিপাকে মেয়র


অপরদিকে জার্মান নিউজ এজেন্সি ডিপিএ-কে আর্নস্ট অগাস্ট জুনিয়র বলেন, প্রাসাদটি কোন কাজেই লাগছিলো না। বরং এটির রক্ষণাবেক্ষণে অনেক খরচ হচ্ছিল। তাই নামমাত্র মূল্যে তিনি এটিকে সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন।

মারিয়ানবার্গ দুর্গটি তৈরি হয়েছিলো ১৮৬৭ সালে। হ্যানোভারের স্যাক্সোনিতে অবস্থিত এই দুর্গে সর্বমোট ১৩৫টি ঘর রয়েছে।

সূত্রঃ ইন্ডিয়া.কম

news24bd.tv / নকিব