বিতর্কিত নীতি নিয়ে টালবাহানা হোয়াটসঅ্যাপের

বিতর্কিত নীতি নিয়ে টালবাহানা হোয়াটসঅ্যাপের

অনলাইন ডেস্ক

সমালোচনার মুখে নতুন প্রাইভেসি নীতির কার্যকারিতা ৩ মাস পিছিয়ে দেয় হোয়াটসঅ্যাপ। লাখ লাখ মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনাল, বিপ, টেলিগ্রামে চলে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে হোয়াটসঅ্যাপ বলেছিল– প্রাইভেসি সংক্রান্ত নীতিমালা নিয়ে হোয়াটসঅ্যাপ অনেক মিথ্যাচারের শিকার হচ্ছে।

শেষতক হোয়াটসঅ্যাপ সহজ সুরাহার পথ বেছে নিতে এই নীতিমালা থেকে সরে দাঁড়াবে বলে ভেবেছিলো অনেক ব্যবহারকারী। অ্যাপ কর্তৃপক্ষ প্রথমে পিছু হটেছে মনে হলেও এখন আবার উল্টো কথা বলছে।

এখন তারা বলছে, নতুন নীতিমালার ভালো দিকগুলো মানুষের কাছে তুলে ধরা হবে। এর মানে, ইনিয়ে বিনিয়ে বিতর্কিত এই নীতিটিই কার্যকর করতে যাচ্ছে!


ভাইরাল পাকিস্তানি ‘স্ট্রবিরিয়ানি’

যুক্তরাজ্য মুরগির মাংস খেয়ে মৃত ৫, অসুস্থ কয়েকশ

জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূতসহ নিহত তিন

স্কুলের খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়ে বিপাকে মেয়র


নতুন প্রাইভেসি ও ডেটা বিনিময় নীতিমালার বিষয়টি জানুয়ারিতে জানাজানির পর এতটা চাপের মুখে পড়তে হবে বলে আশা করেনি ফেইসবুকের মালিকানাধীন বিশ্বের এক নম্বর বার্তা বিনিময়ের অ্যাপ হোয়াটসঅ্যাপ।

নতুন শর্ত অনুযায়ী, সর্বশেষ ৩০ দিনের তথ্য ফেইসবুকের সঙ্গে বিনিময়ের ব্যাপারে গ্রাহকদের সম্মতি দিতে হবে। গ্রাহক হতে বা থাকতে হলে অবশ্যই এই শর্তে অবশ্যই রাজি থাকতে হবে।

news24bd.tv / নকিব