৫ ঘণ্টায়ও শুরু হয়নি উদ্ধার কাজ
কোটচাঁদপুরে ট্রেনের দুই বগি লাইনচ্যুত

৫ ঘণ্টায়ও শুরু হয়নি উদ্ধার কাজ

Other

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকেল ৫ টা ১০ মিনিটে কোটচাঁদপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দনবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি লাইচ্যুত হয়। এতে রেলে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

বন্ধ হয়ে যায় খুলনা থেকে সারাদেশের ট্রেন চলাচল। এ ঘটনার পর ট্রেনটির পেছনের দুটি বগি ও পাওয়ার কার রেখে যাত্রীদের নিয়ে খুলনা উদ্দেশ্যে চলে যায়। ঘটনার ৫ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও উদ্ধার কাজ শুরু হয়নি।

আরও পড়ুন:


রাকিবকে নাসিরের ফোন, তামিমা হ্যাপি থাকুক আপনি কি চান না?(অভিও)

প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

১৭ বছরের কিশোরীর পেটে ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা

বিরলের ‘বিরল খবর’, বরের বয়স ১০৭, কনে ৯২

পুলিশের চোখে মরিচের গুড়া ছিটিয়ে স্বামীকে ছিনিয়ে নিলেন স্ত্রী


কোটচাঁদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে।

ট্রেনটি আসার পর উদ্ধার কাজ শুরু হবে। আশা করছেন আড়াই থেকে ৩ ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ট্রেন লাইনচ্যুতের ব্যাপারে তিনি বলেন, স্টেশনে ঢোকার সময় ক্রসিং পয়েন্টের সামনে ক্রসিং লক ভেঙ্গে গেছে। যে কারণে দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। ট্রেনের গতি কম থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

news24bd.tv তৌহিদ