মিড বাজেটের ভালো ফোন

মিড বাজেটের ভালো ফোন

অনলাইন ডেস্ক

স্মার্টফোন বিশ্বে আরও একটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে । ফোনটির নাম হল টেকনো স্পার্ক ৬ এয়ার। ফোনটিতে প্রসেসর, ব্যাটারি , ক্যামেরা এবং আরো অন্যান্য আকর্ষণীয় সব ফিচার রয়েছে।  

বডি:
এর ডাইমেনশন হচ্ছে ১৭৪.৭*৭৯.৪*৯.৩ মিলিমিটারের।

এখানে থাকছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা।

ডিসপ্লে:
ডিসপ্লে হিসেবে থাকছে ৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। এর স্ক্রীন টু বডি রেশিও হল ৮৩.৯%। এর রেজুলেশন হল ৭২০*১৬৪০ মেগা পিক্সেলের।

পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে ২৫৬।

নেটওয়ার্ক:
এখানে নেটওয়ার্ক হিসেবে রয়েছে জিএসএম, এইচ এস পি এবং এল টি ই প্রযুক্তি ।

অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে হায়োস ৬.২ এর সাথে ।

চিপসেট:
চিপসেট হিসেবে এতে থাকছে মিডিয়াটেক হেলিও এ২২ যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি কোয়াডকোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে পাওয়ার বিয়ার জি ই ৮৩২০।


আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা

নাসির প্রেমিক না আমার বন্ধু : মডেল মিম

পুরুষ নিষিদ্ধ গ্রামেও যেভাবে গর্ভবতী হন নারীরা!

বউ যেন এদিক-ওদিক ভাইগা না যায় : নাসিরের সাবেক প্রেমিকা (ভিডিও)


 

পেছনের ক্যামেরা:
পিছনের ক্যামেরাতে প্রাইমারি সেন্সরটি হল ১৩ মেগাপিক্সেলের, সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা। সঙ্গে এলইডি ফ্ল্যাশ তো থাকছেই।

সেলফি ক্যামেরা:
এর ফ্রন্ট এ রয়েছে মেগাপিক্সেল এর একটি ক্যামেরা ৮। ফিচার হিসেবে থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ।

মেমোরি: ফোনটি পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্ট এ। ৩২,২;৩২,৩ এবং৬৪,৩ হিসেবে।

সাউন্ড সিস্টেম:
এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫ এম এম জ্যাক।

ব্যাটারি এবং চার্জার:
এতে থাকছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। সঙ্গে থাকছে ১৮ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।

কালার:
ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্ট এর। কমেট ব্ল্যাক, ওশান ব্লু এবংআরেকটি হল ক্লাউড হোয়াইট।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক