বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার

Other

বগুড়ার গাবতলীতে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। শাহীন এলাকায় সুদের ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলে অবতরণের ভিডিও পাঠালো পার্সিভারেন্স

মিয়ানমারের দুই সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

চীন উইঘুরদের উপর গণহত্যা চালাচ্ছে: কানাডার পার্লামেন্ট

 ব্রিটেনের স্কুল খুলবে ৮ মার্চ : বরিস


গাবতলী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) লাল মিয়া জানান, স্থানীয় বাজারে শাহীনের সকাল- সন্ধ্যা নামে একটি সমিতি রয়েছে। সেখানে সে সুদের ব্যবসা করতো। সুদের ব্যবসা করা অন্য এক সমিতির সাথে শাহীনের টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলা হয়।  

ওই বাজারে বাকবিতণ্ডার সময় জনসম্ম্মুখে পিস্তল বের করে শাহীন।

এ ঘটনায় ছড়িয়ে পড়লে পুুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার সমিতিতে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে গাবতলী থানায়।
news24bd.tv আয়শা