নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত
মোঃ রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি রশিকনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণ গ্রামের সালেকুজ্জামানের ছেলে আব্দুল হামিদ (২৪) ও রাশেদের ছেলে আব্দুর রহিম (২৮)।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, হামিদ ও রহিম মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।
মঙ্গলে অবতরণের ভিডিও পাঠালো পার্সিভারেন্স
মিয়ানমারের দুই সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
চীন উইঘুরদের উপর গণহত্যা চালাচ্ছে: কানাডার পার্লামেন্ট
ব্রিটেনের স্কুল খুলবে ৮ মার্চ : বরিস
এসময় রানীহাটি রশিকনগর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আব্দুল হামিদ ও আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হন।
পরে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে শিবগঞ্জ থানার ওসি জানান, এঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
news24bd.tv আয়শা
পরবর্তী খবর
মন্তব্য