বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌদি প্রবাসির মৃত্যু

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌদি প্রবাসির মৃত্যু

Other

বাগেরহাটের শরণখোলায় পুকুরে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল জোমাদ্দার (৩০) নামে এক সৌদি প্রবাসির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর রাতে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাসেল উপজেলার পশ্চিম খাদা গ্রামের রুহুল আমিন জোমাদ্দারের ছেলে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. তাছেন তালুকদার জানান, রাসেল এক মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসে।

সোমবার তিনি নিজের পুকুরে একটি সাবমারসিবল পাম্প লাগাতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আরও পড়ুন:


প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

১৭ বছরের কিশোরীর পেটে ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা

ছোট ভাই মাকে বলল,‘আপুকে পেছনের রুমে নিয়ে গেছে এক ভাইয়া

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা

৬৬ নারীকে ধর্ষণ করেছে এক ‌‘ডেলিভারি বয়’


সঙ্গে সঙ্গে তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মঙ্গলবার জোহর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

news24bd.tv তৌহিদ