বিসিএস’র জন্য বিশ্ববিদ্যালয় কেন ডিপার্টমেন্টের পরীক্ষা পেছাবে?

বিসিএস’র জন্য বিশ্ববিদ্যালয় কেন ডিপার্টমেন্টের পরীক্ষা পেছাবে?

অনলাইন ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবির পেছনে অন্যতম কারণ হলো বিসিএস পরীক্ষা দেওয়া। কয়েকজন স্টুডেন্ট এর সাথে কথা বলে জানলাম।

আমাকে ফেসবুকে ম্যাসেজও দিয়েছে। তাদের পক্ষে নিউজ করতে বলছে।

কারণ জানতে চাইলে তারা বলছে, তারা হলে থেকে বিসিএসএর জন্য প্রিপারেশান নিবে, কেউ কেউ আবার বিসিএস ও চাকরির পরীক্ষার জন্য কোচিং করবে।

অনেক স্টুডেন্ট চায় ঢাকায় হলে থেকে টিউশানি করাবে।

আরও পড়ুন:


প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

১৭ বছরের কিশোরীর পেটে ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা

ছোট ভাই মাকে বলল,‘আপুকে পেছনের রুমে নিয়ে গেছে এক ভাইয়া

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা


আজ দুজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কাছে জানলাম, শিক্ষার্থীদের দাবি এবং তারা ডিপার্টমেন্টে চিঠি দিয়েছে, যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাশের পরীক্ষা নেওয়া হয় বিসিএস পরীক্ষার পর।

আমার কথা হলো বিসিএস পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কেন তার ডিপার্টমেন্টের পরীক্ষার পিছিয়ে দিবে?  শিক্ষার্থীদের এই দাবিটা কতটা যৌক্তিক??

আমি অবাক হলাম শিক্ষার্থীদের নিজের ক্লাশের পড়া নিয়ে ক্লাশ নিয়ে কোনো মাথা ব্যাথা নাই, তাদের সবার চিন্তা বিসিএস কে ঘিরে।

আতিকা রহমান, সাংবাদিক

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর