বাবা এইমাত্র মারা গেছেন: আবুল মকসুদের ছেলে

বাবা এইমাত্র মারা গেছেন: আবুল মকসুদের ছেলে

অনলাইন ডেস্ক

মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ২০। অফিসে বসে কাজ করছি। হঠাৎ নাসিফ মকসুদের ফোন। নাসিফ ভাই সৈয়দ আবুল মকসুদের ছেলে।

নিজের মোবাইল ছিল না বলে মাঝে মধ্যেই এই নম্বর থেকে আমাকে মকসুদ ভাই ফোন করতেন। আমি ভেবেছি আজও তিনি ফোন করেছেন। আমি মকসুদ ভাই সালাম বলতেই নাসিফ ভাই বললেন, হাসান ভাই আমি নাসিফ। বাবা এইমাত্র স্কয়ার হাসপাতালে মারা গেছেন।
আমরা কোথায় কী বলব বুঝতে পারছি না। আপনাকেই প্রথম ফোনটা করলাম। সবাইকে জানান।

আমি স্তব্দ হয়ে গেলাম। আমার মকসুদ ভাই নেই। আমাদের মকসুদ ভাই। বাংলাদেশের খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ।

একজন ভীষণ সৎ মানুষ, সাহসী মানুষ  তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।  

আমার ভীষণ কান্না পাচ্ছে। মকসুদ ভাই আমাকে নিজের সন্তানের মতোই আদর তরতেন।

নাসিফ ভাই আমাকে জানালেন, বিকেলে বাবা হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগলে আমরা তখুনি তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। একটু আগে তিনি মারা যান। আমি মকসুদ ভাইকে নিয়ে বিস্তারিত লিখব এই মুহূর্তে একটাই কামনা; আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। পরিবারকে শোক সইবার শক্তি দিক।

news24bd.tv তৌহিদ