সাত দফা দাবিতে অবরোধকারীদের তাড়িয়ে দিল পুলিশ

সাত দফা দাবিতে অবরোধকারীদের তাড়িয়ে দিল পুলিশ

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগ মোড়ে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়।

পরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ জলকামান নিয়ে তাদের ধাওয়া দেয়।

অবরোধকারীরা তখন ছত্রভঙ্গ হয়।

আরও পড়ুন:


প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

১৭ বছরের কিশোরীর পেটে ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা

ছোট ভাই মাকে বলল,‘আপুকে পেছনের রুমে নিয়ে গেছে এক ভাইয়া

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা


এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনের মহাসচিব শফিকুল ইসলাম বাবু বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। কয়েকজনকে তুলে নিতে যেতে দেখা গেছে। আমরা অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

তিনি বলেন, শিগগিরই সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাব। আপাতত আন্দোলন স্থগিত।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তাদেরকে আমরা যথেষ্ঠ সম্মান দেখিয়েছি। জনদুর্ভোগ ও হাসপাতালে আসা রোগীদের কথা বিবেচনা করে আমরা তাদের শাহবাগ মোড় ছেড়ে অন্যত্র যেতে বলেছি। কিন্তু তারা আমাদের অনুরোধ রাখেননি। পরে পুলিশ বাধ্য হয়ে সেখান থেকে তাদের উঠিয়ে দিয়েছে। কাউকে আটক করা হয়নি। তবে রাস্তা ছাড়তে তাদের উপর জলকামান ব্যবহার করা হয়েছে।

news24bd.tv তৌহিদ