সৈয়দ আবুল মকসুদের জানাজা ও দাফন বুধবার

সৈয়দ আবুল মকসুদের জানাজা ও দাফন বুধবার

অনলাইন ডেস্ক

কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের জানাজা ও দাফন বুধবার সম্পন্ন হবে।

সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ জানিয়েছেন, দুপুর আড়াইটায় মরহুমের মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে।

আরও পড়ুন:


প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

১৭ বছরের কিশোরীর পেটে ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা

ছোট ভাই মাকে বলল,‘আপুকে পেছনের রুমে নিয়ে গেছে এক ভাইয়া

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা


সেখানে সাংবাদিকরা শ্রদ্ধা জানানোর পর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। এরপর সবার শ্রদ্ধার জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

সেখানে নাগরিকদের শ্রদ্ধার পর বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। আপনারা সবাই মকসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন। ’

news24bd.tv তৌহিদ