নীলক্ষেত মোড় অবরোধ

নীলক্ষেত মোড় অবরোধ

অনলাইন ডেস্ক

নীলক্ষেতে মোড় অবরোধ করে যানচলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা। চলমান সকল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভে নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে প্রহসন করছে।   আমাদের দাবি একটাই,  চলমান সব পরীক্ষা নিতে হবে।


প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

১৭ বছরের কিশোরীর পেটে ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা

ছোট ভাই মাকে বলল,‘আপুকে পেছনের রুমে নিয়ে গেছে এক ভাইয়া

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,  মানববন্ধন, অনশন কর্মসূচি সর্বশেষ সিদ্দিকের (তিতুমির কলের শিক্ষার্থী) চোঁখের বিনিময়ে ঢাবি আমাদের কার্যক্রম ধীরগতিতে শুরু করে। আন্দোলনের পর আমাদের পরীক্ষা শুরু হলেও এখন মাঝপথে বন্ধ করে দিয়েছে। এটা কেমন খেলা খেলছে ঢাবি?

ঢাকা কলেজ শিক্ষার্থী তামিম বলেন, আমাদের সমস্যাগুলো নিয়ে কলেজের শিক্ষকদের কাছে গেলে উনারা বলেন, ঢাবি তোমাদের সব কার্যক্রম করছে, আর ঢাবির প্রশাসনিক ভবনে গেলে বলে, সাত কলেজের শিক্ষকরা সভা করে সব সিদ্ধান্ত গ্রহণ করেন। এভাবেই শিক্ষাথীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর