ইরাকের গ্রিনজোনে রকেট হামলায় কাতাইব হিজবুল্লাহর নিন্দা

ইরাকের গ্রিনজোনে রকেট হামলায় কাতাইব হিজবুল্লাহর নিন্দা

অনলাইন ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে রকেট হামলার নিন্দা করেছে প্রতিরোধ আন্দোলন কাতাইব হিজবুল্লাহ। এছাড়া, দেশটির সরকারি কর্মকর্তারও হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, দুষ্কৃতকারীরা এই অন্যায় হামলা চালিয়েছে।  

ইরাকের জাতীয় সংসদের ফাতাহ জোট ও বাদ্‌র অর্গানাইজেশনের প্রধান হাদি আল-আমিরি এক বিবৃতিতে বলেন, “কূটনৈতিক কেন্দ্রগুলোতে হামলার বিরুদ্ধে আমরা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি।

গ্রিনজোনে বসবাসরত ইরাকের নাগরিকদের মধ্যে ভীতি ছড়ানোর জন্য এ হামলা চালানো হয়েছে। ”  

তিনি বলেন, যেকোনো অজুহাতেই এই হামলা করা হোক না কেন তা অন্যায্য। কূটনৈতিক মিশনগুলো রক্ষার জন্য ইরাকের নিরাপত্তা বাহিনীকে তাদের দায়িত্ব প্রতিপালন করার আহ্বান জানান হাদি আল-আমিরি।

আরও পড়ুন:


চীনে ক্রিকেটকে কী নামে ডাকা হয়, জানালেন চীনা ক্রিকেটার! (ভিডিও)

সূরা আল- ওয়াক্বিয়া’র গুরুত্ব ও পাঠের ফজিলত

নাসির-তামিমার ব্যাপারে সংবাদমাধ্যমে লেখা নিয়ে যা বললেন শবনম ফারিয়া

নীলক্ষেত মোড় অবরোধ


এদিকে, ইরাকের প্রতিরোধকামী সংগঠন কাতাইব হিজবুল্লাহর সামরিক শাখার মুখপাত্র জাফার আল-হোসেইনিও রকেট হামলার নিন্দা করেছেন।

তিনি বলেছেন, ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এই হামলা করা হয়েছে।

ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় গ্রিনজোন সীমানার মধ্যে দুটি রকেট আঘাত হানে। এতে সম্পদের কিছু ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে তবে হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয় নি। কোনো গোষ্ঠী এই রকেট হামলার কথা স্বীকার করে নি। সূত্র: পার্সটুডে।

news24bd.tv আহমেদ