টিকা নিয়ে এ পর্যন্ত ৬৩০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

টিকা নিয়ে এ পর্যন্ত ৬৩০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

সারাদেশে চলছে গণটিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় গত ১৪ দিনে টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন মানুষ। তবে এর মধ্যে ৬৩০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে এই সংখ্যা অনেক কম।

গতকাল মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জন মানুষ। তাদের মধ্যে মাত্র ২১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যেমন জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি।

টিকা নেয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে ময়মনসিংহ ও বরিশাল বিভাগ।

আর প্রথম থেকে টিকা গ্রহণে এগিয়ে আছে ঢাকা বিভাগ তারপরই চট্টগ্রামের অবস্থান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:


‘ইসরাইল যেকোন ভুল পদক্ষেপ নিলেই মাশুল গুণতে হবে’

ইরাকের গ্রিনজোনে রকেট হামলায় কাতাইব হিজবুল্লাহর নিন্দা

চীনে ক্রিকেটকে কী নামে ডাকা হয়, জানালেন চীনা ক্রিকেটার! (ভিডিও)

সূরা আল- ওয়াক্বিয়া’র গুরুত্ব ও পাঠের ফজিলত


এর আগে গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরুর পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলছে। একইসঙ্গে ক্রমে টিকার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের।

news24bd.tv আহমেদ