আবুল মকসুদ ছিলেন নির্ভীক, নির্লোভ মানুষ: তসলিমা নাসরিন

আবুল মকসুদ ছিলেন নির্ভীক, নির্লোভ মানুষ: তসলিমা নাসরিন

Other

প্রাবন্ধিক এবং গবেষক সৈয়দ আবুল মকসুদ গতকাল মারা গেছেন। খবরটি শুনে দীর্ঘশ্বাস ফেলেছি। আমার সঙ্গে তাঁর কোনও সখ্যতা তো ছিলই না, কোনও পরিচয়ই ছিল না। কিন্তু কেন তবে দীর্ঘশ্বাস? কারণ বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে তাঁর মতো সৎ এবং নির্ভীক কেউ নন।

 

ছোট্ট একটি উদাহরণ দিই। বেশ কয়েক বছর আগে আমার একটি বই ঢাকার বইমেলায় উদ্বোধন করেছিলেন তিনি। কোনও লেখক-বুদ্ধিজীবী এই কাজটি করবেন? আমি নিশ্চিত করবেন না। তাঁরা ভাববেন আমার বই উদ্বোধন করছেন এটি  সরকারের  নজরে পড়ে গেলে তিনি না আবার সরকারি সুযোগ - সুবিধে পুরস্কার - উপঢৌকন ইত্যাদি থেকে বঞ্চিত হন।

ভাববেন আমার বই স্পর্শ করে আবার আমার মতো ব্রাত্য না হয়ে যান।

আরও পড়ুন:


সুস্থ্য ধারা না থাকায় মেধাবীরা এখন রাজনীতিবিমুখ

রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংক নিয়োগ দেবে ২৪৭৮ জন

সব গ্রামই হবে শহর, ৮ বিভাগের ১৫ গ্রাম নিয়ে কাজ শুরু

সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই


হাজার মানুষের ভিড়ে সৈয়দ আবুল মকসুদ আমার বইটি তুলে ধরেছিলেন। কোনও দ্বিধা করেননি আমার বই স্পর্শ করতে, ভয় পাননি আমার নাম উচ্চারণ করতে। নির্ভীক ছিলেন তিনি, নির্লোভ ছিলেন। এই চরিত্র আজকালকার বুদ্ধিজীবীদের নেই। এক পাল ভীরু  স্বার্থপর কূপমন্ডুককে মানুষ বুদ্ধিজীবী বলে ডাকে, সম্মান করে।

news24bd.tv আহমেদ