গোয়েন্দাদের ব্যর্থতাতেই ক্যাপিটলে হামলা

গোয়েন্দাদের ব্যর্থতাতেই ক্যাপিটলে হামলা

অনলাইন ডেস্ক

গোয়েন্দাদের ব্যর্থতাতেই ক্যাপিটল হিলে হামলা হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায়। মঙ্গলবার ক্যাপিটল পুলিশের সাবেক প্রধান স্টেভেন সান্ড সিনেটে এই সাক্ষ্য প্রদান করেন।  

ক্যাপিটলে সহিংসতা প্রতিরোধ করতে না পারায় দায়ভার নিয়ে তখন পদত্যাগ করেন ইউএস ক্যাপিটল পুলিশের প্রধান স্টেভেন সান্ডসহ আরো চার কর্মকর্তা।

এদের মধ্যেই তিনজন মঙ্গলবার সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেন।


ভাইরাল পাকিস্তানি ‘স্ট্রবিরিয়ানি’

যুক্তরাজ্য মুরগির মাংস খেয়ে মৃত ৫, অসুস্থ কয়েকশ

জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূতসহ নিহত তিন

স্কুলের খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়ে বিপাকে মেয়র


সিনেট কমিটির কাছে সান্ড বলেন, দাঙ্গাবাজরা সেদিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন। আমরা বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিলাম। সামরিক ধাঁচের সমন্বিত কোনো হামলার জন্য নয়।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে হামলা করেন ট্রাম্প-সমর্থকেরা। এ ঘটনায় চারজন নিহত হন। আহত হন অর্ধশত মানুষ।

news24bd.tv আয়শা