মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

মালয়েশিয়া থেকে মিয়ানমারের ১ হাজার ৮৬ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল। মালয়েশিয়া আদালতের স্থগিতাদেশ উপক্ষো করেই তাদের ফেরত পাঠানো হয়। গতকাল (মঙ্গলবার) অভিবাসন বিভাগের মহাপরিচালক কাইরুল জাইমি এই তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সি।

তিনি বলেন, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে এসব মানুষকে ফেরত পাঠানো হয়েছে।


ভাইরাল পাকিস্তানি ‘স্ট্রবিরিয়ানি’

যুক্তরাজ্য মুরগির মাংস খেয়ে মৃত ৫, অসুস্থ কয়েকশ

জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূতসহ নিহত তিন

স্কুলের খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়ে বিপাকে মেয়র


জান্তা নিয়ন্ত্রিত দেশে ফিরলে তারা নতুনভাবে ঝুঁকিতে পড়তে পারেন এমন শঙ্কায় প্রত্যাবাসনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন মালয়েশিয়ার আদালত। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ছিল সময়সীমা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মানবাধিকার সংগঠন- অ্যাসাইলাম একসেসের পিটিশনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন আদালত।

তবে অভিবাসন কর্তৃপক্ষের দাবি- স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।  

news24bd.tv আয়শা