মেক্সিকান মাদক সম্রাটের স্ত্রী গ্রেপ্তার

মেক্সিকান মাদক সম্রাটের স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়েছে মেক্সিকোর মাদক সম্রাট হোয়াকুইন গুজম্যানের স্ত্রী এমা করোনেল আইসপুরো। সোমবার ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৩১ বছর বয়সী গুজম্যানের স্ত্রী আইসপুরোর বিরুদ্ধে কোকেন, মেথামফেটামিন, হেরোইন, গাঁজা পাচারে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।

মেক্সিকোর অন্যতম কুখ্যাত মাদক পাচারকারী গোষ্ঠী সিনালোয়া কার্টেলের নেতা ছিলেন গুজম্যান।

তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন মাদক পাচার করেন। মাদক কারবার ঘিরে তার নির্দেশে অনেক মানুষকে হত্যা করা হয়।


ভাইরাল পাকিস্তানি ‘স্ট্রবিরিয়ানি’

যুক্তরাজ্য মুরগির মাংস খেয়ে মৃত ৫, অসুস্থ কয়েকশ

জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূতসহ নিহত তিন

স্কুলের খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়ে বিপাকে মেয়র


গুজম্যানকে ২০১৭ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। প্রত্যর্পণের দুই বছরের মাথায় বিচারে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।

৬৩ বছর বয়সী গুজম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে হাজির করার কথা রয়েছে।
news24bd.tv / নকিব