ঠাকুরগাঁওয়ে আবারও বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁওয়ে আবারও বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

Other

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর নদী তীরে একটি কালো রঙ্গের পুরুষ নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা নীলগাইটিকে দেখতে পেয়ে আটক করে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে বিজিবির সদস্যরা নীলগাইটিকে ক্যাম্পে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, বেশ কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশ -পাশে জঙ্গলে বিরল প্রজাতির এই নীলগাইটি অবস্থান করছিল। জঙ্গলের পাশে ফসল নষ্ট করলে কয়েকজন মিলে নীলগাইটিকে ধাওয়া দিলে পালিয়ে যায়। পরে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন:


খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি দম্পতির

বিমান বহরে যুক্ত হচ্ছে নতুন ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ

খুঁজে পাওয়া যাচ্ছে না নাসির-তামিমাকে


ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, বিলুপ্তপ্রায় প্রজাতির একটি নীলগাই বালিয়াডাঙ্গী উদ্ধার হয়েছে।

দ্রুত সময়ে দিনাজপুর জাতীয় উদ্যানে নীলগাইটিকে পাঠানো হবে।

news24bd.tv আহমেদ