রাঙামাটিতে ইউপি সদস্যকে ব্রাশফায়ার করে হত্যা

রাঙামাটিতে ইউপি সদস্যকে ব্রাশফায়ার করে হত্যা

Other

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপি মেম্বারকে ব্রাশফায়ার করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। নিহতের নাম- সমর জীবন চাকমা (৪৫)। তিনি বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার।   

আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষ এ ঘটনা ঘটে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে আসেন রূপকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সমর জীবন চাকমা। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষ ঘেরাও করে সময় জীবন চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে।  

এসময় তিনি চেয়ারে বসা অবস্থায় ছিল। সশস্ত্র সন্ত্রাসীদের গুলি ঘটনাস্থলে নিহত হয় তিনি।

পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বিজিবি ও পুলিশ সদস্যরা।  


 

ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

স্পেনে ঢুকতে অভিবাসীর অভিনব পন্থা

গোয়েন্দাদের ব্যর্থতাতেই ক্যাপিটলে হামলা

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া


বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক মো. সাঈদ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহত বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সমর জীবন চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদের আশ-পাশে যৌথবাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কোন সঠিক জানা যায়নি। লাশটির ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর  লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

 

news24bd.tv নাজিম