ক্ষতি পুষিয়ে নিতে শুকরের খামার গড়ছে হুয়াওয়ে

ক্ষতি পুষিয়ে নিতে শুকরের খামার গড়ছে হুয়াওয়ে

অনলাইন ডেস্ক

স্মার্টফোন ব্যবসায় বিপর্যয়ের মুখে পড়ে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে এবার শুকরের খামার সংশ্লিষ্ট ব্যবসা শুরু করেছে। নতুন প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনাময় এ খাতটিকে এগিয়ে নিতে চাইছে হুয়াওয়ে।

তাদের এ প্রকল্পেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের মাধ্যমে প্রযুক্তির ছোঁয়া রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় শুকরের খামার চীনে।

এছাড়া বিশ্বে শুকরের যোগানের অর্ধেকই আসে চীন থেকে।

খামারের হাজার হাজার শুকরের মধ্যে কোনোটিকে সুনির্দিষ্টভাবে সনাক্ত, ওজন ও স্বাস্থ পরীক্ষার জন্য ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিসহ বেশ কিছু প্রযুক্তি নিয়ে তারা কাজ করছে।


ভাইরাল পাকিস্তানি ‘স্ট্রবিরিয়ানি’

সাত কলেজের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত বিকেলে

হাতে নেই ছবি, তবুও বিলাসবহুল জীবনযাপন?

১৪ বছরের সুন্দরী কিশোরীকে বিয়ে করে বিপাকে পাকিস্তানি এমপি


নানামুখী প্রতিবন্ধকতায় মূল ব্যবসায় কুলিয়ে উঠতে না পেরে ভিন্ন খাতে বিনিয়োগ করে লভ্যাংশ ওঠানোর লক্ষ্যেই তারা এ ব্যবসায় নেমেছে বলেই মনে করছেন অনেকে। এখান থেকে নিয়মিত লাভ আসলে স্মার্টফোন ব্যবসার ক্ষতি পোষানো অনেকটাই সহজ হবে!

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক