আমরা বেঁচে থেকে এমন ঘটনা অহরহ দেখতে থাকব

আমরা বেঁচে থেকে এমন ঘটনা অহরহ দেখতে থাকব

অনলাইন ডেস্ক

শেয়ার কেলেঙ্কারিতে নিঃস্ব হয়ে পথে বসেছিল ২৫ লক্ষ মানুষ।

তদন্তের ভার দেওয়া হয়েছিল খোন্দকার ইব্রাহীম খালেদকে। সাধারণত দেশে তদন্তগুলো হয় জাস্ট আই ওয়াশ। কিন্তু ইব্রাহীম খালেদ কাজটি করেছিলেন খুব নিষ্ঠার সাথে।

চিহ্নিত করেছিলেন শেয়ার কেলেঙ্কারির হোতাদের।

সেই রিপোর্ট প্রকাশই করল না সরকার।

ইব্রাহীম খালেদও তা নিয়ে আর উচ্চবাচ্য করেননি। সরকার যখন লুটেরাদের পক্ষ নেয়, তখন একজন ব্যক্তি কতটা অসহায় তা তিনি মর্মে মর্মে অনুভব করেছেন।


ক্ষতি পুষিয়ে নিতে শুকরের খামার গড়ছে হুয়াওয়ে

হাতে নেই ছবি, তবুও বিলাসবহুল জীবনযাপন?

১৪ বছরের সুন্দরী কিশোরীকে বিয়ে করে বিপাকে পাকিস্তানি এমপি

মিয়ানমারের আর্থিক সংকট নিয়ে নতুন গুজব, আতঙ্কিত গ্রাহকেরা


তিনি মরে গিয়ে মুক্তি পেলেন। আমরা বেঁচে থেকে এমন ঘটনা অহরহ দেখতে থাকব। আর অভিশপ্ত জীবনের জন্য নিজেই নিজেকে করুণা করতে থাকব।

news24bd.tv / নকিব