৫০০তম পর্বে ‘প্রশ্ন উত্তরে করোনাভাইরাস’

৫০০তম পর্বে ‘প্রশ্ন উত্তরে করোনাভাইরাস’

অনলাইন ডেস্ক

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের নিয়মিত আয়োজন ‘প্রশ্ন উত্তরে করোনাভাইরাস’।  

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর নিউজ টোয়েন্টিফোরে শুরু হয় স্বাস্থ্যবিষয়ক এ আয়োজন।  

মূলত করোনার উপসর্গ, জটিলতা, সতর্কতা ও করোনা আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যগত পরবর্তী পদক্ষেপসহ নানা প্রশ্নের উত্তর খোঁজা হয় এ অনুষ্ঠানে। প্রতিদিন সকাল ১১টায় এবং রাত ১১টায় সরাসরি সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি।

সেই ধারাবাহিকতায় আজ রাত ১১টায় অনুষ্ঠানটির ৫০০তম পর্ব প্রচার হবে। অতিথি থাকবেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. জাহানারা আরজু, এভারকেয়ার হসপিটালের চিফ মেডিকেল অফিসার ড. আরিফ মাহমুদ এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আফরিন সুলতানা।  


ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

স্পেনে ঢুকতে অভিবাসীর অভিনব পন্থা

গোয়েন্দাদের ব্যর্থতাতেই ক্যাপিটলে হামলা

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া


প্রোগ্রামটির সমন্বয়কারীর দায়িত্বে শামছুল হক রাসেল। আর অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন অন্তরা বিশ্বাস।

 

news24bd.tv নাজিম