ঝালকাঠিতে ৩৩০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে ৩৩০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ঝালকাঠির রাজাপুরে ৩৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা-পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজাপুর থানার সেকেন্ড অফিসার এসআই খোকন ও এসআই মামুন-২ এর নেতৃত্বে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের মিলবাড়ী এলাকার আল-আমীন স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা উপজেলার কানুদাসকাঠি এলাকার জলিল আকনের ছেলে সাইদুল আকন (৪৫)পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন:


সিইসি-রেজাউল, নির্বাচন কর্মকর্তা ও অন্য ছয় মেয়রপ্রার্থীর নামে মামলা

প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা

বন্ধুর স্ত্রীর ‘গোপন ভিডিও’ ধারণ, ভয় দেখিয়ে আটমাস ধরে ‘ধর্ষণ’

 


গ্রেপ্তার মনিরের শরীর তল্লাশী চালিয়ে ৩৩০পিচ ইয়াবা ১টি মোবাইল ফোন ও ৩শ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গাজীমুড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

তিনি চট্টগ্রামের হালিশহর এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, দুজনের নামে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মনির দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম থেকে এসে রাজাপুরে মাদক কারবারি করত।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার সকালে গ্রেপ্তার মনিরকে ঝালকাঠির আদালতে পাঠানো হয়েছে।

news24bd.tv তৌহিদ