সাংবাদিক বুরহান গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থলে পিবিআই

সাংবাদিক বুরহান গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থলে পিবিআই

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকির হত্যা মামলাটি গতকাল  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)- এ হস্তান্তর করা হয়। এর আগে গতকাল সকাল ১১টার দিকে নিহতের বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলাটির তদন্তে পিবিআই আজ দুপুরে কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের কাদের মির্জা ও মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষের ঘটনাস্থল এবং সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীসহ সংস্থার একটি দল আজ দুপুরের দিকে ঘটনাস্থলে যান।


ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

স্পেনে ঢুকতে অভিবাসীর অভিনব পন্থা

গোয়েন্দাদের ব্যর্থতাতেই ক্যাপিটলে হামলা

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া


মিজানুর রহমান মুন্সী গণমাধ্যমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিনিসহ সংস্থার একটি দল ঘটনাস্থলে গেছে। এখানকার লোকজনের সঙ্গে কথা বলে শুক্রবারের ঘটনাটি জানার চেষ্টা করছেন তাঁরা। এ ছাড়া সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে থানায় গিয়ে তাঁরা মামলার সব কাগজপত্র বুঝে নেবেন।

news24bd.tv নাজিম