টুইটারের নিয়ম ভঙ্গের অভিযোগে ইরান, রাশিয়া ও আর্মেনিয়ায় ৩৭৩টি অ্যাকাউন্ট বন্ধ

অনলাইন ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নিয়ম ভঙ্গের অভিযোগে ইরান, রাশিয়া ও আর্মেনিয়ায় ৩৭৩টি একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।  

রয়টার্স জানায়, মঙ্গলবার যোগাযোগমাধ্যমটি বেশকিছু নিয়ম ভঙ্গের কারণে ইরানে ২৩৪টি একাউন্ট বাতিল করে দিয়েছে। পাশাপাশি রাশিয়ার ১০০ টি টুইটার একাউন্ট মুছে ফেলেছে টুইটার কর্তৃপক্ষ।  


ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

স্পেনে ঢুকতে অভিবাসীর অভিনব পন্থা

গোয়েন্দাদের ব্যর্থতাতেই ক্যাপিটলে হামলা

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া


সেইসাথে আজারবাইজানকে কেন্দ্র করে খোলা হয়েছিল দাবি করে আর্মেনিয়ার ৩৫টি একাউন্ট ও বন্ধ করার ঘোষণা এসেছে তাদের পক্ষ থেকে।

টুইটার ব্লক করার কারণ তদন্ত করা হবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক