সুপারশপে লোভনীয় অফারের চাপে ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা

Other

বাহারি রকমের অফার ও অতিরিক্ত মূল্য ছাড়ের নামে সুপার শপ গুলো প্রতারণার ফাঁদ পেতেছে বলে অভিযোগ, ক্ষুদে ব্যবসায়ীদের।  

তারা বলছেন, তাদের এসব অফারের কারণে লোকশান গুনতে হচ্ছে তাদের। অনেকে লোকশানের ঘানি টানতে না পেরে এরই মধ্যে ব্যবসা গুটিয়ে চলেও গেছেন।  

রাজধানীর মোহাম্মাদপুর টাউনহল বাজারের দৃশ্য এটি।

বাজারে নেই ক্রেতার সমাগম। তাই ব্যবসা কেমন চলছে তা জানতে চাইলে বিক্রেতারা বলছেন, সুপার শপের কারণে দিন দিন ক্রেতা হারাচ্ছেন তারা।

অভিযোগ স্বল্প মূল্যে খারাপ পণ্য গছিয়ে দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার করার পাশাপাশি তাদের ব্যবসাকেও ক্ষতিগ্রস্থ করছে তারা।   

তাদের কথা যাচাই করতে রাজধানীর সুপার শপগুলো ঘুরে দেখা যায়, চটকদার সব অফার।

রয়েছে একটি পণ্যের সাথে আরেকটা ফ্রি। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রি করতে দেখা যায় বেশ কিছু পণ্যও।  


ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

স্পেনে ঢুকতে অভিবাসীর অভিনব পন্থা

গোয়েন্দাদের ব্যর্থতাতেই ক্যাপিটলে হামলা

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া


প্রতিদিন শত শত মানুষ প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করেন এসব বিপণী বিতানে। অথচ সেসব ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করেও, কোন বিপণীবিতানে রাখা হয়নি টয়লেটের ব্যববস্থা। ঘাপলা রয়েছে কর্মি নিয়োগের ক্ষেত্রেও।

যা নিয়ে কর্মকর্তাদের কথার সাথে মিল খুঁজে পাওয়া যায়নি কর্মচারীদের। রাজধানীতে যানজট সৃষ্টির অনেকগুলো কারণের মধ্যে, সুপার শপের পার্কিং অব্যবস্থাপনা অন্যতম।  

news24bd.tv নাজিম