বরিশালে হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

বরিশালে হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

Other

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মেহেন্দিগঞ্জের আরসি কলেজ ক্যাম্পাসে ম্যারাথনের উদ্বোধন করে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।  

শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার ৩ হাজার ৭১ জন মানুষের অংশগ্রহনে দীর্ঘ ৫ কিলোমিটার প্রদক্ষিণ করে ম্যারাথনটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।    

এ সময় স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ  ছাড়াও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, শেখ হাসিনা সেনানিবাসের ৭ ডিভিশনের ক্যাপ্টেন মো. ইয়াছির আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানার ওসি মো. আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা সেনা নিবাসের ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এই ডিজিটাল ম্যারাথনের আয়োজন করে।  


উই আর ইনোসেন্ট: সংবাদ সম্মেলনে নাসিরের স্ত্রী তামিমা

টুইটারের নিয়ম ভঙ্গের অভিযোগে ইরান, রাশিয়া ও আর্মেনিয়ায় ৩৭৩টি অ্যাকাউন্ট বন্ধ

সাংবাদিক বুরহান গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থলে পিবিআই

গুজব ছড়াবেন না, তামিমাকে খুব ভালো করেই চিনি: নাসির


বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গত ১০ জানুয়ারী শেখ হাসিনা সেনানিবাসে এই ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন হয়। বরিশাল জেলার ১০ উপজেলায় পর্যায়ক্রমে এই ডিজিটাল ম্যারাথন আয়োজন করছে সেনাবাহিনী। আজ মেহেন্দিগঞ্জে ৪র্থ ধাপে ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হলো।

শেখ হাসিনা সেনা নিবাস আয়োজিত ডিজিটাল ম্যারাথনে পর্যায়ক্রমে ৭০ হাজার সদস্য অংশ নেবে। আগামী ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ শেষ হবে বলে জানিয়েছেন তিনি।  

news24bd.tv নাজিম