জাবির সব আবাসিক হলে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাতে ৮টি ও আজ সকালে ৮টি  হল সিলগালা করে দেয়া হয়। এসব সব হল ছেড়ে চলেও গেছেন শিক্ষার্থীরা।   

প্রশাসনের নির্দেশনা অমান্য করে গেল শনিবার থেকে হলে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা ।

  গেল কয়েকদিন ধরে কয়েক দফা চেষ্টা করেও তাঁদের হলছাড়া করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


উই আর ইনোসেন্ট: সংবাদ সম্মেলনে নাসিরের স্ত্রী তামিমা

টুইটারের নিয়ম ভঙ্গের অভিযোগে ইরান, রাশিয়া ও আর্মেনিয়ায় ৩৭৩টি অ্যাকাউন্ট বন্ধ

সাংবাদিক বুরহান গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থলে পিবিআই

গুজব ছড়াবেন না, তামিমাকে খুব ভালো করেই চিনি: নাসির


শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। এরপরই শনিবার আল বেরুনি, ফজিলাতুন্নেসা সহ ১৬ হলের সবগুলোরই তালা ভেঙে ভেতরে  প্রবেশ করেন আন্দোলনকারীরা।  

এছাড়া হল-ক্যাম্পাস খুলে  দেয়া সহ সাত দফা দাবিতে আন্দোলনেও নামেন শিক্ষার্থীরা।

পরে প্রশাসনের আশ্বাসে মঙ্গলবার সব কর্মসূচি স্থগিতের ঘোষণাও দেন তারা।   

news24bd.tv নাজিম