স্বাভাবিক জীবনযাত্রা শুরুর পরিকল্পনায় এগুচ্ছে কানাডা

স্বাভাবিক জীবনযাত্রা শুরুর পরিকল্পনায় এগুচ্ছে কানাডা

Other

কোভিডের ভ্যাকসিনে কানাডা খানিকটা পিছিয়ে পরলেও যতোটা ভ্যাকসিন দেওয়া হয়েছে সেগুলো অসাধারনভাবে কাজ করতে শুরু করেছে বলে পাবলিক হেলথ এজেন্সী জানাচ্ছে। গত নভেম্বরে যেখানে টরন্টোর লং টার্ম কেয়ারগুলোতে সংক্রমণের হার ছিল ১০.৯ শতাংশ।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এই হার নেমে  এসেছে ০.৬ শতাংশে। সামগ্রিকভাবে টরন্টোর সংক্রমণের হার এখন ৪.৮ শতাংশ।

সিটির সংক্রমণের হারের চেয়েও লং টার্ম কেয়ারগুলোয় সংক্রমণের হার উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে।   

আমরা জানি, কানাডায় কোভিডে মৃত্যু বা সংক্রমণের হারকে স্ফিত করেছে এই লং টার্ম কেয়ারগুলোই।

আরও পড়ুন:


আরও পড়ুন: তামিমাকে নিয়ে নাসিরের ‘ভয়’

কাল সকাল-সন্ধ্যা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

মসজিদে দাঁড়িয়ে কোরআন হাতে নিজেকে নির্দোষ দাবি করে সে

দু'নম্বরি করলে লুকিয়ে বিয়ে করতাম: নাসির (ভিডিও)

স্ত্রীকে নিয়ে কিছু বললে আইনগত ব্যবস্থা: নাসির


স্বাস্থ্য বিভাগ বলছে, লং টার্ম কেয়ারগুলোয় ভ্যাকসিন উৎসাজনক কাজ করছে।

কানাডা সারা দেশের লং টার্ম কেয়ার, হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া শেষ করে এখন আশি বছরের বেশি বয়সী সাধারণ নাগরিকদের ভ্যাকসিন দিতে শুরু করেছে।

লং টার্ম কেয়ারে ভ্যাকসিনের এই সাফল্য স্বাস্থ্য বিভাগকে উৎসাহী করে তুলেছে।

কানাডার স্বাস্থ্য বিভাগ, আগামী সেপ্টেম্বর মাস থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা শুরুর  পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।

news24bd.tv তৌহিদ