তুচ্ছ ঘটনায় বাবাকে হত্যা, র‍্যাবের হাতে ধরা সেই ঘাতক ছেলে

তুচ্ছ ঘটনায় বাবাকে হত্যা, র‍্যাবের হাতে ধরা সেই ঘাতক ছেলে

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পাটুলী টানপাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ বাবা চান মিয়া (৬০)কে হত্যার ঘটনায় ঘাতক ছেলে গোলাম ফারুক (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ময়মনসিংহ র‍্যাব-১৪ আজ  বুধবার দুপুরে ফুলবাড়িয়া থানায় সোপর্দ করেছে। গত শনিবার সকালে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। মচিমহায় নিয়ে ভর্তি করা হলে রাতেই মারা যান তিনি।

ঘটনার পর থেকে ছেলে পলাতক ছিল।


কাদের মির্জার অশালীন ফোনালাপ ফাঁস (অডিওসহ)

নিজের সব সন্তানকে চেনেন না পেলে!

বাংলাদেশ বিমান বহরে যোগ হল 'আকাশতরী'

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রকে আবারও অনুরোধ


বাবাকে হত্যার ঘটনায় বড় ছেলে মুছা মিয়া বাদী হয়ে গোলাম ফারুককে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। তাঁকে গ্রেপ্তার করতে র‍্যাব, পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালায়। গত রাতে র‍্যাব ভালুকা উপজেলার জামিদিয়া গ্রামে এক খালা শাশুড়ির বাড়ি থেকে গোলাম ফারুককে গ্রেপ্তার করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়িয়া থানার এস আই রুবেল খান জানান, হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ছেলেকে বৃহস্পতিবার সকালে আদালতে নেওয়া হবে।

news24bd.tv / কামরুল