কম্ব্যাট ড্রোন উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে ইরান

কম্ব্যাট ড্রোন উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে ইরান

অনলাইন ডেস্ক

প্রশস্ত বডির কম্ব্যাট ড্রোন উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান। এটি হবে ইরানে উৎপাদিত প্রথম ড্রোন যা তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

দেশটি এই ড্রোনের নাম রেখেছে কামান-২২। ড্রোনটি ইরানের বিমান বাহিনীর চাহিদামাফিক নকশা করা হয়েছে।

বিমান বাহিনীর কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে গতকাল বুধবার একথা জানান।

আরও পড়ুন:


তামিমার পাসপোর্ট নাকি ডিভোর্স পেপার, কোনটা আসল?

নামাজ এবং জামাআত নিয়ে আল্লাহ ও রাসূলের নির্দেশনা

পানির প্রবাহ বেড়েছে ঢাকা উত্তর সিটির ১৪টি খালে

বেশিরভাগ সুপারশপেই নেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা


তিনি আরও জানান, এই ড্রোনে স্মার্ট বোমা, ডাইভার্স অপটিক্যাল ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারসহ নানা ধরনের যুদ্ধাস্ত্র বসানো যাবে। এ ড্রোন একটানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে উড়তে পারে।

জেনারেল নাসিরজাদে জানান, প্রশস্ত বডির কম্ব্যাট ড্রোন ইরানের বিমান বাহিনীকে উচ্চ মাত্রার যুদ্ধক্ষমতা দেবে।

news24bd.tv আহমেদ