ইউরোপে রেকর্ড ২৩ টন কোকেইন জব্দ

ইউরোপে রেকর্ড ২৩ টন কোকেইন জব্দ

অনলাইন ডেস্ক

পৃথক অভিযানে ইউরোপে রেকর্ড ২৩ টন কোকেইন জব্দ করা হয়েছে। গত বুধবার এই চালান জব্দ করা হয়। এটি এযাবৎকালের সবচেয়ে বড় মাদকের চালান।

গত ১২ ফেব্রুয়ারি থেকে চোরাকারবারীদের ওপর গোপনে নজর রাখছিল জার্মানি।

অবশেষে হামবুর্গ বিমানবন্দরে কন্টেইনার থেকে ১৬ টন কোকেইন উদ্ধার করে জার্মান শুল্ক বিভাগ। প্যারাগুয়ে থেকে মাদকের চালানটি সেদেশে পৌঁছায়।


ক্ষতি পুষিয়ে নিতে শুকরের খামার গড়ছে হুয়াওয়ে

হাতে নেই ছবি, তবুও বিলাসবহুল জীবনযাপন?

১৪ বছরের সুন্দরী কিশোরীকে বিয়ে করে বিপাকে পাকিস্তানি এমপি

হৃদরোগে মৃত্যুর পরও ফাঁসিতে ঝুলানো হল নিথর দেহ


একই দিনে কোকেইনের আরেকটি বড় চালান জব্দ হয় বেলজিয়ামে। সেখানে উদ্ধার হয় ৭ টনের বেশি কোকেইন।

চোরাকারবারের সাথে জড়িত একজনকে গ্রেফতার দেখানো হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য কয়েক হাজার কোটি ইউরো।

news24bd.tv / নকিব