ফারমার্স ব্যাংকের চিশতীসহ চারজন রিমান্ডে

ফারমার্স ব্যাংকের চিশতীসহ চারজন রিমান্ডে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) চারজনকে গ্রেপ্তারের পর রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার গুলশান থানায় করা এক মামলায় তাদের সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ।

দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গুলশান থেকে আজ তাদের আটক করা হয়।

ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় গুলশান থানায় ছয়জনের বিরুদ্ধে আজ মামলা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর