নেত্রকোনায় জাতীয় বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি বাধা

নেত্রকোনায় জাতীয় বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি বাধা

Other

জাতীয় বিশ্বিবদ্যালয়ের স্থগিতকৃত সকল পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর সভার সামনের সড়কে কয়েকশ শিক্ষার্থী রাস্তার পাশে দাড়িঁয়ে এ কর্মসূচি পালন করে।


হাতে নেই ছবি, তবুও বিলাসবহুল জীবনযাপন?

হৃদরোগে মৃত্যুর পরও ফাঁসিতে ঝুলানো হল নিথর দেহ

টিকা নেয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত ত্রাণ সচিব

যমজ ভাই অস্ত্রোপচার করে পরিণত হলেন যমজ বোনে


পরে মানববন্ধনে বেশ কয়েকজন বক্তৃতা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সড়কের পাশে থাকা ল্যাম্পপোস্ট ভেঙে নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদসহ বেশ ক'জন শিক্ষার্থী আহত হয়।

পরে আবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের দিকে এগিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

news24bd.tv আয়শা