টিকটক তারকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টিকটক তারকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

ভারতের জনপ্রিয় টিকটক তারকা সমীর গায়কোয়াড় (২২) আত্মহত্যা করেছেন। গত রোববার পুনের ওঘোলিতে নিজ বাসভবনে আত্মহত্যা করেন এ তারকা।

তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই ভিডিও নির্মাতা। তিনি তার ইনস্টাগ্রাম নানা চিন্তা উদ্রেককারী ভিডিও পোস্ট করতে তিনি।

 

মারাঠি দৈনিক লোকসত্তার বরাতে ফিল্মিবিট আরও জানিয়েছে, পুনের ওঘোলির নিকাসা সোসাইটির বাসভবনে নিজ কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সমীর গায়কোয়াড়কে। পরে লোনিকান্দ পুলিশ স্টেশনে খবর দেন সমীরের ভাই প্রফুল্ল গায়কোয়াড়। সমীরের পরিবার তাকে লাইফলাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা এ তারকাকে মৃত ঘোষণা করেন।


সেই দুই ভাইয়ের সাড়ে ৫ হাজার বিঘা জমি, ৫৫টি বাস ক্রোকের নির্দেশ

দেশে করোনার সর্বশেষ মৃত্যু-শনাক্তের তথ্য

টিকা নেয়ার ১২ দিন পর ত্রাণ সচিবের করোনা শনাক্ত

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধের চেষ্টা, আটক ১০


পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এখনও আত্মহত্যার সঠিক কারণ উদঘাটন করতে পারেনি।

একজন পুলিশ কর্মকর্তা দৈনিকটিকে বলেছেন, তারা কোনো সুইসাইড নোট পাননি।

উল্লেখ্য, ওই দিন সমীর ইনস্টাগ্রামে একটি ভিডিও আপ করেছিলেন। সমীরের মৃত্যুর খবরে ভক্তরা শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রয়াতের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সমীরের পরিবারে রয়েছেন তার মা-বাবা ও ভাই। তিনি পুনের ওয়াদিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।  

news24bd.tv / কামরুল