চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

Other

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় মনজুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মৃত মনজুর রহমান হচ্ছেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের উদয়নপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে।  

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বনলতা ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

চাঁপাইনববগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক সোলাইমান হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর-মহাডাঙ্গার মাঝামাঝি স্থানে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে তার মরদেহটি উদ্ধার করে জিআরপি ফাঁড়িতে আনা হয়।


সেই দুই ভাইয়ের সাড়ে ৫ হাজার বিঘা জমি, ৫৫টি বাস ক্রোকের নির্দেশ

দেশে করোনার সর্বশেষ মৃত্যু-শনাক্তের তথ্য

টিকা নেয়ার ১২ দিন পর ত্রাণ সচিবের করোনা শনাক্ত

চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে মারা গেলো মেয়েটি


তিনি আরও জানান, ধারণা করা ঢাকাগামী সকালের বনলতা ট্রেনের ধাক্কায় উক্ত ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। এদিকে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে মৃতের ছবি স্থানীয় রেল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার পর পরিবারের লোকজন মনজুরের মরদেহটি শনাক্ত করে।

 

পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় মনজুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার মনিরুজ্জামান বাদি হয়ে রাজশাহী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।  

news24bd.tv / কামরুল