সিরাজগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে নিখোঁজের আট দিন পর হাসান আলী (২৪) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশ সদর উপজেলার শিয়ালকোল ইউপির নতুন ফুলবাড়ী গ্রামে একটি আনারস বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেন।

হাসান পৌর এলাকার সয়াধানগড়া উত্তর পাড়া ভাসানী রোড মহল্লার সেলিমের ছেলে।

অটোচালক হাসান গত ১৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল।


গণধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কলেজছাত্রীর গায়ে আগুন

বাবার সঙ্গে দেখা করতে গিয়ে রাতধর ধর্ষণের শিকার মেয়ে

৩০-৩২ গার্লফ্রেন্ড থাকার পরও আমাকে ভালোবাসত নাসির: তামিমা

আমার সব প্রশ্নের জবাব ইসলামে পেয়েছি: কানাডিয়ান নারী


সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গত ১৭ ফেব্রয়য়ারি হাসান নামে ওই অটোরিকশা চালক নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরের পর নতুন ফুলবাড়ি চরের মধ্যে একটি আনারস বাগানে গলিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৮/৯ দিন আগেই তাকে হত্যা করে পরিত্যক্ত বাগানে ফেলে রাখা হয়েছিল।

তবে নিখোঁজের পর পরিবারের কেউ থানায় অবগত করেনি।

news24bd.tv তৌহিদ