যাদুকাটা নদীর তীরে তিন হাজার গাছে লাখো শিমুল ফুল

অনলাইন ডেস্ক

টকটকে লাল শিমুল ফুটেছে বাগানজুড়ে। সূর্যের সঙ্গে তাল মিলিয়ে রক্তিম রঙে তিন হাজার গাছে ফুটেছে লাখো শিমুল ফুল। বলছি দেশের সবচেয়ে বড় শিমুল বাগানের কথা। এ বাগান তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকায় যাদুকাটা নদীর তীরে মানিগাঁওয়ে অবস্থিত।

শিমুল ফুলের সৌন্দর্য্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসছেন প্রকৃতি প্রেমীরা।


গণধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কলেজছাত্রীর গায়ে আগুন

বাবার সঙ্গে দেখা করতে গিয়ে রাতধর ধর্ষণের শিকার মেয়ে

news24bd.tv

৩০-৩২ গার্লফ্রেন্ড থাকার পরও আমাকে ভালোবাসত নাসির: তামিমা

আমার সব প্রশ্নের জবাব ইসলামে পেয়েছি: কানাডিয়ান নারী


লাল ফুলের রক্তিম আভায় ছেয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। তাহিরপুর সীমান্তের রূপবতী নদী যাদুকাঁটা আর মেঘালয়ের উঁচু পাহাড়ের ঠিক মধ্যখানে অপরূপ সৌন্দর্যের এই শিমুল বাগান।

ফাগুনের অরুণ আলোয় ফুটে ওঠা শিমুল বাগানের এই টুকটুকে লাল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত  পর্যটক।

news24bd.tv

তবে  সড়ক যোগাযোগ ব্যবস্থার  উন্নতিসহ বাগানটি আরও আধুনিকায়নের দাবিও জানিয়েছেন প্রকৃতি প্রেমীরা।

সংশ্লিস্টরা বলছেন, এ বছর চার দফা বন্যার কারণে রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তাঘাট সংস্কার সহ তাহিরপুরকে আকর্ষণীয় পর্যটন ক্ন্দ্রে হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

news24bd.tv

২০০২ সালে ব্যক্তি উদ্যোগে এই শিমুল বাগান গড়ে তুলেন প্রয়াত জয়নাল আবেদীন। দীর্ঘ ১৯ বছরে গাছগুলো বড় হয়ে যৌবনে পা রেখেছে।

news24bd.tv তৌহিদ