কাশ্মীর নিয়ে একমত পাক-ভারত

কাশ্মীর নিয়ে একমত পাক-ভারত

অনলাইন ডেস্ক

একমত হয়েছে ভারত ও পাকিস্তান। সংঘাতপূর্ণ কাশ্মীর সীমান্তে গুলিবিনিময় বন্ধে দুই দেশের সামরিক বাহিনী এমন সীদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জানা গেছে।

ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে বলেছে, দুই দেশের পারস্পরিক স্বার্থে এবং সীমান্তে টেকসই শান্তি বজায় রাখতে উভয় দেশের কর্মকর্তারা মতবিরোধ ও উদ্বেগের কেন্দ্রে থাকা বিষয়গুলো বিবেচনায় আনতে সম্মত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নয়াদিল্লির একজন কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি ওই চুক্তির আংশিক লক্ষ্য ছিল, সীমান্তে যুদ্ধ পরিস্থিতি কমিয়ে এনে বেসামরিক লোকজনের মধ্যে হতাহত হওয়ার ঘটনার অবসান ঘটানো।


গণধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কলেজছাত্রীর গায়ে আগুন

বাবার সঙ্গে দেখা করতে গিয়ে রাতধর ধর্ষণের শিকার মেয়ে

৩০-৩২ গার্লফ্রেন্ড থাকার পরও আমাকে ভালোবাসত নাসির: তামিমা

আমার সব প্রশ্নের জবাব ইসলামে পেয়েছি: কানাডিয়ান নারী


তিনি বলেন, ‘আমরা এখনো আশাবাদী, নিয়ন্ত্রণ রেখাজুড়ে সহিংসতা ও উত্তেজনা কমে আসবে। তবে অনুপ্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে এই রেখা থেকে মোতায়েন করা সেনাসদস্য কমিয়ে আনা হচ্ছে না।  

এ খবর নিঃসন্দেহে কাশ্মীরীদের জন্য সুখবর। কারণ বিরোধপূর্ণ এই অঞ্চলে লেগেই থাকতো গোলাগুলি আর সংঘর্ষ।

news24bd.tv তৌহিদ